খেলাধুলার বেশ কয়েকটি সংগঠন জাবরহাট ইউনিয়নে রয়েছে যেগুলো বেশির ভাগউ ক্রিকেট এবং ফুটবল খেলে থাকেন। আমাদের উপজেলা অফিসার সম্প্রতি বিলুপ্ত প্রায় খেলাগুলো সংরক্ষনের বিশেষ পদক্ষেপ নিয়েছেন। যেগুলোর মধ্যে হা-ডু-ডু, দাড়ীয়া বান্ধা,কানামাছি,কিতকিত,গোলাছুঠ,ডান্ডাগুলি,এক্কাদোক্কা গাদন, উল্লেখযোগ্যা। আমাদের সকলের ঐছিক প্রচেষ্টায় স্যারের এমনি মহত উদ্যোগ সফল হলে প্রাচিন এই খেলা গুলো সংরক্ষন করা সম্ভব।
জাবরহাট ইউনিয়নে রযেছে কয়েকশত আদিবাসী সাওতালদের বসবাস তাদের ভিবিন্ন সংস্কৃতিক সংগঠন রয়েছে। এদের মধ্যো ই.এস.ডি.ও-এর প্রেমদিপ প্রকল্প উল্লেখযোগ্য । এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নেওয়া হযেছে প্রাচিন সাংস্কৃতিকে ধরে রাখার নানা পদক্ষেপ।
ক্ষরা এই অনঞ্চলের প্রকৃতিক দূযোগ গুলোর মধ্যে ছিল অন্যতম। সে সময় মানুষ চেয়ে থাকত মেঘের পানে কখন হবে বৃষ্টি আর ফলাবে সনালি ফসল। এনিয়ে রয়েছঅনেক আয়োজন যেমন ব্যাংগের বিয়ে,কাদখেলা,হিন্দুদের পূজা আর্চনা মুসলমানদেরপানি চাওয়ার দোওয়া গানগাওয়া আল্লাহ মেঘ দে পানি দে বিশেষ উল্লেখযোগ্য।কিন্তু বর্তমানে অত্যাধুনিক সেচব্যবস্থা বৈদিতিক পাম্প সেলোমেশিন ইত্যাদিথাকায় । এই অবস্থার অনেক অবসান ঘটেছে ।
ক্ষরা এই অনঞ্চলের প্রকৃতিক দূযোগ গুলোর মধ্যে ছিল অন্যতম। সে সময় মানুষ চেয়ে থাকত মেঘের পানে কখন হবে বৃষ্টি আর ফলাবে সনালি ফসল। এনিয়ে রয়েছঅনেক আয়োজন যেমন ব্যাংগের বিয়ে,কাদখেলা,হিন্দুদের পূজা আর্চনা মুসলমানদেরপানি চাওয়ার দোওয়া গানগাওয়া আল্লাহ মেঘ দে পানি দে বিশেষ উল্লেখযোগ্য।কিন্তু বর্তমানে অত্যাধুনিক সেচব্যবস্থা বৈদিতিক পাম্প সেলোমেশিন ইত্যাদিথাকায় । এই অবস্থার অনেক অবসান ঘটেছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS