Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
UNO স্যারের উদ্যোগে পীরগঞ্জ উপজেলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনময় সভা..
বিস্তারিত

২০ শে মে সকাল ১০ ঘটিকায় আমাদের উপজেলা ইউ.এন.ও স্যারের উদ্যোগে উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচীত ইউপি চেয়ারম্যান বৃন্দ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সকল । সভার প্রধান ইউ.এন.ও স্যার ইউনিয়ন পরিষদের সকল সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন অত্যান্ত চমৎকার ভাবে । স্যার সবচেয়ে বেশি গুরুত্ত্বদেন বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার ডিজিটাল সেন্টারের বিষয়টিকে । স্যার আমাদের চেলেঞ্জ গুলো মোকাবেলায় সকলধরনের সহযোগীতার আশ্বাস দেন । স্যার সামনের এক সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার তাগিদ দেন ।  স্যার আমাদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম করার তাগিদ দেন এবং আমাদের চুক্তি পত্রে চেয়ারম্যানদের স্বাক্ষর করান । স্যার আমাদের সকল ধরনের সোহযোগীতা করার জন্য চেয়ারম্যান বৃন্দ গনকে অনুরোধ করেন । স্যার আরও জানিয়ে দেন কোন উদ্যোক্তাকে চাইলে চেয়ারম্যান বা সচিব বাদ দিতে পারেন না । এর জন্য সরকারী নিতি মালা রয়েছে । স্যার আমাদের সমস্যাগুলো বেশি বেশি চিহ্নীত করেন এবং সামাধানের জন্য সকল সহযোগীতার আশ্বাস দেন ।

স্যারের আমরা সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের মাঝে সারাজীবন থাকুক এই কামনা করি ।

 

 

মো: আনছারুল ইসলাম

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

১০ নং জাবরহাট ইউনিয়ন

০১৭৬১০২৬৫৫৯

ছবি
ডাউনলোড