২০ শে মে সকাল ১০ ঘটিকায় আমাদের উপজেলা ইউ.এন.ও স্যারের উদ্যোগে উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচীত ইউপি চেয়ারম্যান বৃন্দ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সকল । সভার প্রধান ইউ.এন.ও স্যার ইউনিয়ন পরিষদের সকল সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন অত্যান্ত চমৎকার ভাবে । স্যার সবচেয়ে বেশি গুরুত্ত্বদেন বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার ডিজিটাল সেন্টারের বিষয়টিকে । স্যার আমাদের চেলেঞ্জ গুলো মোকাবেলায় সকলধরনের সহযোগীতার আশ্বাস দেন । স্যার সামনের এক সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার তাগিদ দেন । স্যার আমাদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম করার তাগিদ দেন এবং আমাদের চুক্তি পত্রে চেয়ারম্যানদের স্বাক্ষর করান । স্যার আমাদের সকল ধরনের সোহযোগীতা করার জন্য চেয়ারম্যান বৃন্দ গনকে অনুরোধ করেন । স্যার আরও জানিয়ে দেন কোন উদ্যোক্তাকে চাইলে চেয়ারম্যান বা সচিব বাদ দিতে পারেন না । এর জন্য সরকারী নিতি মালা রয়েছে । স্যার আমাদের সমস্যাগুলো বেশি বেশি চিহ্নীত করেন এবং সামাধানের জন্য সকল সহযোগীতার আশ্বাস দেন ।
স্যারের আমরা সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের মাঝে সারাজীবন থাকুক এই কামনা করি ।
মো: আনছারুল ইসলাম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
১০ নং জাবরহাট ইউনিয়ন
০১৭৬১০২৬৫৫৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস