পীরগঞ্জের UNOএ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্যার...
পীরগঞ্জ উপজেলার UNO হিসাবে যোগদেন এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্যার। স্যার আসতেই প্রথমে খবর নেন ইউ.আই.এস.সিদের। স্যার আমাদের ইউ.আই.এস.সির উন্নয়নের জন্য বিভিন্ন উপদেশ দেন। স্যার বাড়ী বসে বড়লোক প্রোগ্রামে সকলের উদ্দেশ্যে ভাষন দেন, স্যার সমাজ সেবা বিষয়ক নানান ধরনের উপদেশ এবং সমাজ ব্যাবস্থার উন্নয়নে সকলকে সহযোগিতা করার আশ্বাস দেন। স্যার বলেন যতক্ষন পূর্যন্ত আমরা সবাই একই অবস্থানে পৌছাবোনা ততক্ষন পর্যন্ত আমাদের উন্নয়ন ধারা সফল হবে না, যেমন মানুষ মানুষে কোন ভেদাভেদ থাকবেনা কৃষক, অফিসার, তাতি, মুচি সবাই চলাফেরা করবে সমভাবে অর্থাৎ একজন কৃষক ক্ষেতে কাজ করবে হয়ত কোন দামী গাড়ি থেকে নেমে অথবা সাথে থাকবে ল্যাপট। স্যারের এই মহতি চিন্তাচেতনাকে সাধুবাদ জানাই। সবাই দোওয়া করি স্যারের জন্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস